Dark Mode
Friday, 18 July 2025
ePaper   
Logo
ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের একত্রে কাজ করতে হবে : দুলু

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের একত্রে কাজ করতে হবে : দুলু

 
 
নাটোর প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের একত্রে কাজ করতে হবে। মহল্লায়, মহল্লায় পাহাড়া দিতে হবে, ফ্যাসিবাদ যেন ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজেদের মধ্যে দেশ গঠনে এক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরের আলাইপুর এলাকায় যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যার চরিত্র কোনো খুঁত ছিল না। যাকে নিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাও কোনো কটুক্তি করতে পারেনি। আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। যিনি সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, ১৭ বছরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন—সংগ্রাম করেছি। আজকে তাকে নিয়েও কটূক্তি করা হয়েছে। যার কারণে সারা দেশে মৌচাকের মতো ছাত্র—জনতা, যুবকরা ক্ষেপে উঠেছেন। আপনাদের অন্যায় অবিচারের প্রতি মানুষ জেগে উঠেছে। তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, তিনিই দেশ পরিচালনা করবেন। এটাই দেশের সংবিধান এবং গণতন্ত্র। তিনি তো সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন।
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম—আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, রাখেন, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনিসুর রহমান , জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!