Dark Mode
Friday, 02 May 2025
ePaper   
Logo
মে দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনুষ্ঠিত

মে দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনুষ্ঠিত

 

 
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি 
মে দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোডস্থ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের কার্যালয়ে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
সহ সাধারণ সম্পাদক কৃষি ও আমিষ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজয় টিভি দিনাজপুর প্রতিনিধি মোফাচ্ছিল মাজেদ, দৈনিক দিনকাল দিনাজপুর প্রতিনিধি মাহিদুল ইসলাম রিপন, দৈনিক আমাদের কন্ঠের কুরবান আলী সোহেল, ইংরেজি দৈনিক মর্নিং গ্লোরির আবু কাওছার, ঢাকা টাইমসের চন্দন মিত্র, আলোকিত প্রতিদিনের পিসি দাস, দৈনিক জনবানির আরিফুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। 
 
এসময় বক্তারা বলেন, পহেলা মে শ্রমিক দিবস সারা বিশ্বের শ্রমিক ইউনিয়ন, শ্রমিক সংগঠনগুলো যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিন এ জন্য এই দিবসকে শ্রমিক দিবস বলা হয়। বিগত সময় স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের অনেক সাংবাদিক চাকরি হারা হয়েছেন। স্বৈরাচারী সরকারের দোসররা এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 
 
বক্তারা বলেন, স্বৈরাচারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। অবিলম্বে স্বৈরাচার সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। 
 
 
 
 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!