Dark Mode
Saturday, 17 May 2025
ePaper   
Logo
আগামী ডিসেম্বর-জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

আগামী ডিসেম্বর-জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ মে) মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং এতে জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে।’

শফিকুল আলম বলেন, দেশ ভালই চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। যেসব জায়গায় সংস্কার দরকার সেসব জায়গাতেই সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে। সামনে আরও সংস্কার হবে বলেও জানান তিনি।

সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে দাবি করে শফিকুল আলম বলেন, ‘শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্যও কাজ করে যাচ্ছি।’

মাগুরা প্রেস ক্লাবের মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সাইদুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!