
গোবিন্দগঞ্জে এক গৃহবধূসহ ২জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামে বাঁশঝাড় থেকে শাহানারা(৩৮)নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।সে ওই গ্রামের বকুল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, জুয়ায় আসক্ত বকুল মিয়া তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য চাপ দিত, এই টাকা আনতে অস্বীকৃতি জানালে প্রায় স্ত্রীকে মারপিট নির্যাতন করতো। ওই গৃহবধূর মরদেহ বাঁশঝাড়ে ঝুলতে এবং পা মাটিতে ছেঁচড়ে যেতে দেখে গ্রামবাসীর ধারনা গেল রাতে আবারও হয়তো জুয়ার টাকা আনাকে কেন্দ্র করে তার স্বামী বকুল মিয়া শাহানারা(৩৮) কে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে ঘটনাটি ধামচাপা দেয়ার জন্য আত্মহত্যা হিসাবে চালিয়ে দেয়ার জন্য ওই গৃহবধূর মরদেহ বাড়ীর পাশে বাঁশঝাড়ে ঝুলে রাখে।
সকালে ওই গৃহবধুর স্বামী বকুল মিয়া বাঁশঝাড় লাশ নিয়ে এসে ঘরের ভিতর বিছানার উপর শুইয়ে রেখে স্থানীয় ইউপি সদস্য'র মাধ্যমে থানা থানায় খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবয় পোষ্ট মর্টেমের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
অপরদিকে আজ দুপুরে উপজেলা শিবপুর ইউনিয়নের সরদার হাট গ্রামের ভুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের কানিপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে গত রাতে কে বা কারা ভুলু মিয়াকে হত্যা করে কবরস্থানের পাশে ফেলে রেখে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি)বুলবুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় উর্দ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?