
নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত ভোটার নিবন্ধন করা যাবে, অধ্যাদেশে অনুমোদন
নিজস্ব প্রতিনিধি
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সহ তিনটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অধ্যাদেশে অনুমোদন দেওয়া হয়।
এর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যুক্তিসঙ্গত সময় পর্যন্ত যোগ্য ব্যক্তিরা ভোটার হিসাবে নিবন্ধিত হওয়ার সুযোগ উন্মুক্ত হলো।
বিদ্যমান আইন অনুযায়ী ২ জানুয়ারির পরে ভোটার হিসেবে যোগ্য হয়ে ওঠা তরুণরা পরবর্তী মাসগুলোতে, এমনকি পরবর্তী বছরের মার্চ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হলেও তারা তাদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না।
ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সভায় ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’
তিনি বলেন, উপদেষ্টা পরিষদ আরও দুটি খসড়া অধ্যাদেশ অনুমোদন করেছে—যা এখন আইনগত দিক যাচাই-বাছাই করা হবে।
খসড়া অনুমোদন পাওয়া অন্য দুটি অধ্যাদেশ হলো ‘মানব অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?