
কৃর্ত্তি খেলোয়াড় শ্যামনগরের রেহানা ও ষষ্ঠীকে সংবর্ধনা দিলেন ইউএনও মোছাঃ রনী খাতুন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী হকি খেলায় পদক পেয়ে ইতিহাস গড়ায় তাদের কে বিশেষ সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
বৃহস্পতিবার)শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হকি খেলার কৃর্ত্তি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠী কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়ায় এ সংবর্ধনা দেয়া হয়। রেহানা শ্যামনগরের হায়বাতপুরের কওছার আলীর কন্যা। তার পিতা নকিপুর বাজারে সামান্য চায়ের দোকানের ব্যবসা করে মেয়ে রেহানা কে ঢাকা বিকেএসপি তে লেখাপড়া করান। কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের সুকান্ত রায়ের কন্যা ষষ্ঠী। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল।
১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, প্রত্যেক খেলায় কৌশলী হয়ে জয়লাভ করার দৃঢ় প্রত্যয় নিয়ে খেলতে হবে, কোন অবস্থায়তে মনোবল হারানো যাবে না, খেলার প্রতিটি মূহুর্তে জয় পরাজয় নিহীত, সময় কে গুরুত্বপূর্ণ মনে করে সদ্যবহার করতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, লেখা পড়ার প্রতি ও খেলার প্রতি অধিক মনোযোগি হতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আলমগীর কবির রানা, শ্যামনগরের ফুটবল একাডেমির কোচ আক্তার হোসেন, রেহানার গর্বিত পিতা কওছার আলী, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, রাজগুল বাহার রাজু প্রমূখ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?