
চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জন আটক
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে শনিবার কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জন দুষ্কৃতিকারী আটক করেছে।
শনিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
অপরদিকে, দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন সাংগু কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
জব্দকৃত ড্রেজার সংযুক্ত বাল্কহেড ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
বালুখেকোদের হাত থেকে ফসলী জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?