
পাবনা-১ আসনে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক এম এ আজিজ
পাবনা প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া সাঁথিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সিনিয়র জুনিয়ার সাংবাদিক এমএ আজিজ। শনিবার দুপুরে পাবনা ১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ আরো বলেন, পাবনা ১ আসনে দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে ধানের শীষে ভোট দিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের নির্দেশে তিনি বিএনপিকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন।
সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামে সাংবাদিক এমএ আজিজের বাড়ি থেকে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করেন বিএনপির কর্মী সমর্থকরা। শোভাযাত্রাটি পাবনা ১ সংসদীয় আসনের বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ ও পথসভা করে।
পথসভায় এমএ আজিজ বলেন, বেড়া সাঁথিয়া বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর ধরে তিনি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ণ ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। পাবনা ১ আসনের মানুষের নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই। মনোনয়ন পেলে আসনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো।
এ সময় তিনি স্থানীয় মানুষের কাছে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। প্রচারণা সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit