Dark Mode
Wednesday, 15 October 2025
ePaper   
Logo
কিশোরকে  বলাৎকারের  অভিযোগ  আওয়ামী লীগ নেতাকে সমাজচ্যুত

কিশোরকে বলাৎকারের অভিযোগ আওয়ামী লীগ নেতাকে সমাজচ্যুত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এলাহী নেওয়াজ তালুকদারের (৭০) নামে আওয়ামী লীগ নেতাকে সমাজচ্যুত করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাহী নেওয়াজ এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেন।

রবিবার (১২ অক্টোবর) রাতে পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক সভায় বলাৎকারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ ও মসজিদ কমিটি থেকে বহিস্কার করা হয়।

 

স্থানীয়রা জানান, অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার (৭০) সিদ্ধিরগঞ্জের পাইনাতী নতুন মহল্লা এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে। তিনি জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি হয়ে এলাকায় ছিলেন বীরদর্পে। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে এলাকায় পরিচিত।

 

গত বুধবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বলাৎকারের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

 

ভিকটিমের মা অভিযোগে জানান, অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার আমার ছেলেকে নাতি হিসেবে বিভিন্ন ভালো উপদেশ দিয়ে মাঝে মাঝে নিজের বাড়িতে নিয়ে যেতেন। সরল বিশ্বাসে ভিকটিম তার কথা শুনতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বাসায় নিয়ে ফুসলিয়ে তাকে বলাৎকার করা হয়। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তিনি আরো জানান, আমার ছেলেকে জিজ্ঞেস করা হলে, সে জানায়, এর আগেও আরো দুই বার তাকে ফুসলিয়ে তাকে বলাৎকার করে।

 

স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক পাটোয়ারী বলেন, এলাহী নেওয়াজের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও তিনি বলাৎকারের কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলাও হয়েছে। তাই রবিবার পাইনাদী নতুন মহলা সমাজ কল্যাণ কার্যালয়ে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সামাজিকভাবে তাকে বয়কট ও এলাকায় পেলেই ধরে পুলিশে সোপর্দ করা হবে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পাইনাদী এলাকার এলাহী নেওয়াজ নামে একজন বৃদ্ধর বিরুদ্ধে বলাৎকারের লিখিত অভিযোগ করা হয়েছে। তাকে প্রেপ্তারের চেষ্টা চলছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!