
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি-রাজাপুর,কাঁঠালিয়া ১আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
সংবাদ সম্মেলন গোলাম আজম সৈকত অভিযোগে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে একদল লোক হামলা ও গাড়ি ভাঙচুরে। গত শনিবার ১১ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এই হামলাা সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় বিএনপি ও শ্রমিক দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অভিযোগ করেন পরিকল্পিত ভাবে রফিকুল ইসলাম জামালের অনুসারীরা তার উপর হামলা করেছে।
গোলাম আজম সৈকত আরো অভিযোগ করেন, ২০২৪শে ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসর দের পূনবাসন করতে রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঠালিয়ায় তাদের নিয়ে বিএনপির রাজনীতি করছে।
তিনি আরো বলেন. প্রতিদিনের মতো লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে নিজ বাড়ি ফেরার সময়ে একই পথে সে সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহরও চলছিল। এসময় জামালের অনুসারীরা আমার গাড়িবহর অতিক্রম করার সময় অতর্কিত ভাষায় গালাগালি করে এক পর্যায়ে তারা আমাদেও উপর হামলা চালায়। এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে রাজাপুর ও কাঠালিয়া বিএনপি'ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit