Dark Mode
Wednesday, 15 October 2025
ePaper   
Logo
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের বিজিবি সদস্য আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের বিজিবি সদস্য আহত



সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নায়েক আকতার হোসেন (৪৫) এক বিজিবি সদস্য ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। রবিবার (১২ অক্টোবর) সকালে ঘুমধুম সীমান্তের পেয়ারা বুনিয়া ৪১নং পিলারের কাছাকাছি এলাকায় এ মাইন বিস্ফোরণ ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুআমতলী বিওপি প্রস্তাবিত টিওবির পেয়ারা বুনিয়া এলাকায় সীমান্তে টহলরত অবস্থায় স্থলমাইন বিষ্ফোরন হলে আকতার হোসেন নামে এক বিজিবি সদস্যের পায়ের গোড়ালি উড়ে যায়। পরে আহত অবস্থায় বিজিবি অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রামু সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী  বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির এক সদস্য স্থলমাইন বিস্ফোরণ কবলে পড়ে আহত হওয়ার খবর পেয়েছি। তবে তার সম্পূর্ণ পরিচয় এখনো পর্যন্ত পাইনি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!