Dark Mode
Monday, 25 August 2025
ePaper   
Logo
এনএসআই পরিধারী নওমুসলিম প্রতারক গ্রেফতার

এনএসআই পরিধারী নওমুসলিম প্রতারক গ্রেফতার

 

সিলেট ব্যুরো

জাতীয় নিরাপক্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফিল্ড কনষ্টেবল পরিচয়ধারী এক নওমুসলিম প্রতারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতর নাম, টিটন বিম্বাস(নওমুসলিম) আরাফাত হোসাইন। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়ার প্রয়াত সাধন বিশ্বাস ও সুষমা বিশ্বাস দম্পতির ছেলে। 

শুক্রবার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সুনামগঞ্জ সদর উপজেলার গোদিগাঁও’র বাসিন্দা রুহুল আমিনের ছেলে আবু কাউছার বাদী হয়ে গ্রেফতার টিটন, তার সহযোগি সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের আমিনা বেগম, তার ছেলে জুয়েলসহ তিন জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।  

মামলায় সরকারি কর্মকর্তা পরিচয়ে হুমকি ধামকি প্রদর্শন, দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন বাদী।  

এরপুর্বে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিক্তিত্বে তাহিরপুর-আনোয়ারপুর সড়ক থেকে টিটন বিশ্বাস ওরফে নওমুসলিম আরাফাত হোসাইকে থানা পুলিশ গ্রেফতার করে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ধর্মান্তরিত হওয়ার পুর্বে তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়ার আরাফাত হোসাইনের নাম ছিল টিটন বিশ্বাস ওরফে টিটো। তার পিতার নাম প্রয়াত সাধন বিশ্বাস ও মাতার নাম সুষমা বিশ্বাস। 

আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হতে গিয়ে নিজের নাম পরিবর্তনের সময় পিতা-মাতার নাম পরিবর্তন করে পাতানো পিতা মজমিল আলী- পাতানো মাতা আমিনা বেগম দম্পতির সন্তান পরিচয় ধারণ করেন নওমুসলিম আরাফাত হোসাইন।

এরপর বেকার নওমুসলিম আরাফাত কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারদের সহযোগিতায় নিজের ছবি সংযুক্ত করে নিজের ব্যবহারের জন্য এনএসআইর ফিল্ড কনষ্টেবলের কার্ড তৈরি করে বিভিন্ন মানুষজনের সাথে প্রতারনা করতে করতে একই কৌশলে সুনামগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম গোদিগাঁও এ প্রতারণার ফাঁদে ফেলে একটি সুবিধাবঞ্চিত পরিবারের তরুণীকে বিয়ে করেন।  

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) জাকির হোসাইন মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় পলাতক অপর দুই আসামিকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।  

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!