
কোটালীপাড়ায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে পাড়কোনা শ্রীশ্রী গঁনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
পাড়কোনা সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় মজুমদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহানাম যজ্ঞানুষ্ঠানে কৃষ্ণভক্ত সম্প্রদায়, জয়গুরু সনাতন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, প্রভূ নিতাই সম্প্রদায়, শ্যাম সুন্দর সম্প্রদায়, রাধামাধব সম্প্রদায়, মহাপ্রভূ সম্প্রদায়, শ্যামাপূজা সম্প্রদায় ও শিখাশ্রী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করবেন। শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। পাড়কোনা গঁনেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস বলেন, এটি আমাদের বাৎসরিক মহানামযজ্ঞানুষ্ঠান। আমরা বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনায় এই সেবাশ্রমে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করে থাকি। এ সব অনুষ্ঠানে হাজার হাজার সনাতনধর্মালম্বী এখানে উপস্থিত হয় থাকেন। তাদের জন্য সেবাশ্রমের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?