Dark Mode
Saturday, 09 August 2025
ePaper   
Logo
কাপ্তাই লেকের পানি বেড়ে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

কাপ্তাই লেকের পানি বেড়ে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় জেলার মহালছড়ির চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে দুটি ইউনিয়নের ২০০টির বেশি পরিবার পানিবন্দী রয়েছে। পানিবন্দী গ্রামগুলোর মধ্যে রয়েছে, সিলেটি পাড়া, চিটাংগাপাড়া, ব্রীজ পাড়া ও কাপ্তাই পাড়া।

মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঐসব এলাকার বহু পরিবার পানিবন্দী।

এদিকে শুক্রবার (৮ আগস্ট) সকালে চিটাগাংপাড়া ও সিলেটিপাড়ায় পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।

মহালছড়ি জোনের উদ্যোগে বন্যার্ত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়।

এ সময় সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ ও জোনের মেজর মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!