
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান
জানে আলম, ঠাকুরগাঁও
প্রকাশ্যে সাংবাদিক খুন, চাঁদাবাজির দৌরাত্ম্য আর সন্ত্রাসীদের অবাধ বিচরণ—এমন অস্থির পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি অভিযোগ করেছেন, সরকার যদি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত না করে এবং প্রার্থীদের জন্য সমান সুযোগের ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি না করে, তাহলে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আয়োজনে ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপজেলা সভাপতি আব্দুল বারেকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি ঘোষিত নির্বাচনসূচিকে স্বাগত জানালেও ফারুক হাসান বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, সরকারের কর্মকাণ্ডে আমরা সেই লক্ষণ পাচ্ছি না।” তিনি গাজীপুরের সাম্প্রতিক সাংবাদিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, “চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে যদি সাংবাদিককে খুন হতে হয়, তাহলে দেশে কেমন নির্বাচন হবে তা বোঝাই যায়।”
তিনি স্পষ্ট করেন, গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশ নিতে চায়, তবে আগে নিরাপত্তা ও অবাধ প্রচারণার সুযোগ নিশ্চিত করতে হবে। তা না হলে, তার মতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন ছাড়া বিকল্প থাকবে না।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?