Dark Mode
Sunday, 10 August 2025
ePaper   
Logo
সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

নাটোর প্রতিনিধি 

অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোরে শহরের ঐতিহ্যবাহী কানাইখালী স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের ১৪টি উপজেলায় ভার্চুয়ারি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। এজন্য সামনের দিনে তরুণ উদ্যোক্তাদের আর্থিকসহ সকল সহায়তা দেওয়া  হবে। যথাযথ অবকাঠামো উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য বয়ে আনা সম্ভব হবে। 

এসময় জুলাই যোদ্ধারা তাদের নানা বিষয় তুলে ধরেন।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ জাতীয় ক্রীড়া পরিষদ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!