Dark Mode
Sunday, 10 August 2025
ePaper   
Logo
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদির দাবীতে নীলফামারীর রোমানিয়ার জলঢাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদির দাবীতে নীলফামারীর রোমানিয়ার জলঢাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

 
 
 নীলফামারী সংবাদদাতা
 
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর জলঢাকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জলঢাকায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার দুপুর ১২ টায় থানা মোড়স্থ প্রেস ক্লাবের সামনে প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন ও সমাবেশে
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সাংবাদিক ফয়সাল মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম শাহ, প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক মাইদুল হাসান,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ রিয়াদ সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ,বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকার সহ সভাপতি মাহমুদুল হাসান,রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, আইনি সহায়তা কেন্দ্র আসক সভাপতি আল আমিন, সাংবাদিক আল ইসলাম বিকল্প সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান।
সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানানো হয়। ঐ
বক্তারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন চান না, তারা শুধু নিরাপত্তা চান। এটা দিতে রাষ্ট্রের এত দ্বিধা কেনো? তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, যেন সাগর-রুনি ঘটনার মতো দীর্ঘসূত্রিতা না হয়।" বক্তারা আরো বলেন তুহিন হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জানান
আয়োজকরা জানান, এই সংবর্ধনা কেবল সাফল্যের স্বীকৃতি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ, ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার একটি উদ্যোগ।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!