
মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে শনিবার প্রায় ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের সিরাজদি খান থানাধীন ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুক্তারপুর হতে ঢাকাগামী সন্দেহজনক ১ টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২১০ কোটি টাকা মূল্যের ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?