Dark Mode
Saturday, 23 August 2025
ePaper   
Logo
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ কর্মসূচি

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ কর্মসূচি

প্রতিনিধি গাজীপুরঃ   

গাজীপুরে শিববাড় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। গতকাল শুক্রবার মধ্যে রাতে দিকে জয়দেবপুর শিববাড়ী আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করেন।  জয়দেবপুর সদর থানা ওসি মেহেদি হোসেন খবর সংযোগ কে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় ত্রিশ মিনিট আন্দোলন কারীরা সড়কে অবস্থান করেছে।   আন্দোলনকারীরা সমাবেশে শিমুলতলী, লালমাটি, দেশীপাড়া ইত্যাদি স্থান হতে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীগণ সমাবেশস্থলে জড়ো হন।  তারা জানান, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গঠিত ৯ সদস্যের পে অ্যান্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী নির্ধারণ করা হয় এবং তাদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীগণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদে তথা দশম গ্রেডে নিজেদের চাকরি করার সুযোগ চেয়ে আন্দোলন করছে। মূলত তাদের এ দাবির বিরুদ্ধেই ডিপ্লোমা প্রকৌশলীদের আজকের এ সমাবেশ।  চার দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি ইছহাক পিকু।  তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৌশল সেক্টরে ডিপ্লোমা এবং বিএসসি উভয়কেই প্রয়োজন। আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারগণ ডিজাইন, পরিকল্পনা, তদারকি, গবেষণা ইত্যাদি কাজ করবেন। আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ ডিজাইন বাস্তবায়ন ও মেইনটেন্যান্স ইত্যাদি কাজ করব। আপনারা আমাদের স্থানে কিংবা আমরা আপনাদের স্থানে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আসুন বিশৃঙ্খলা না করে মিলেমিশে দেশ গড়ি।  সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি মুস্তাফিজ, সাইফুল প্রমুখ।  মুস্তাফিজ বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা আজ দশম গ্রেডে সুযোগ চাচ্ছেন, কাল ১১তম গ্রেডে সুযোগ চাইবেন—এটা তো হতে পারে না। প্রত্যেককেই তার নিজ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করা উচিত।  তিনি প্রশ্ন রেখে বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা যদি নিম্ন গ্রেডে আবেদন করেন তাহলে নিম্ন গ্রেডের লোকেরা কোথায় আবেদন করবেন? দাবিসমূহঃ  ১) মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষার দ্রুত আয়োজন করতে হবে।  ২) ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।  ৩) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০% কোটা নিশ্চিত করে সকল প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করতে হবে।  ৪) ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!