
মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান
মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত ব্যবসার জন্য বাজার খুলছে এবং এখানে বাজার সম্প্রসারণ ও বর্ধিত ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে আসুন, নিজ চোখে দেখুন… আমি আপনাদের বাংলাদেশে স্বাগত জানাই।’
প্রফেসর ইউনূস আরও জানান, বাংলাদেশ একটি আকর্ষণীয় দেশ যেখানে অধিকাংশ জনসংখ্যাই তরুণ এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সীমাহীন। অন্তর্বর্তী সরকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং দেশের ব্যবসায়িক সম্ভাবনা এখনো পূর্ণরূপে কাজে লাগানো হয়নি।
তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু দেশের মধ্যেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ ও সৃজনশীল মানুষ রয়েছেন। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে ব্যবসায়বান্ধব হওয়ার চেষ্টা করছে… আমি বাংলাদেশে সীমাহীন পরিবর্তনের সম্ভাবনা দেখেছি।’
ড. ইউনূস মালয়েশিয়ান বিনিয়োগকারীদের তরুণ বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসী তরুণরা সবসময় বাংলাদেশের জন্য কিছু করার তৃষ্ণায় উদ্বুদ্ধ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের বিনিয়োগের প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ এবং অন্তর্বর্তী সরকারের শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূরীকরণের প্রচেষ্টা উপস্থাপন করেন।
এ ছাড়া অনুষ্ঠানে রবি সেলুলার অপারেটরের প্রধান শেয়ারহোল্ডার ও অ্যাক্সিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ ২৮ বছর ধরে বাংলাদেশের সঙ্গে শেয়ার করা সফল অংশীদারিত্ব তুলে ধরেন।
এর আগে মঙ্গলবার পুত্রাজায়ায় মালয়েশিয়া ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে পেট্রোলিয়াম নাসিয়োনাল বেহারদ (পেট্রোনাস) এর প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, সোভারেইন ওয়েলথ ফান্ড খাজানাহ নাসিয়োনালের ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ফেইসাল ওয়ান জাহির, পাম অয়েল কোম্পানি সিমে ডারবি প্ল্যানটেশনস, কুয়ালালামপুর কেপং বেহারদ (কেএলকে), আইওআই কর্পোরেশন এবং ফেলডা গ্লোবাল ভেঞ্চারস (এফজিভি) এর শীর্ষ কর্মকর্তা, প্রোটন হোল্ডিংস বেহারদ (প্রোটন) এর চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লাভ ম্যানুফ্যাকচারার টপ গ্লাভ কর্পোরেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান লিম উই চাই উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?