Dark Mode
Saturday, 09 August 2025
ePaper   
Logo
শিক্ষার্থী রাসেল হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শিক্ষার্থী রাসেল হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি
গত ২৯ জুলাই ঢাকার সাভারে ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রীজের নিচে নির্মম হত্যার শিকার শিক্ষার্থী রাসেল হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
উল্লেখ্য, সারুফ রানা রাসেল কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিল। ঢাকায় দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যার শিকার রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সাভার মডেল থানায় একটি জিডি করা হয়, জিডি নম্বর ২৮৩৪। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ। মানববন্ধনে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অনেকদিন পেরিয়ে গেলেও এখোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তরা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের চাচতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!