
সুন্দরবনে অভিযান দুবলার চরে ১৭৬টি অবৈধ কাঁকড়া ধরার ফাঁদ জব্দ ও ধ্বংস
এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে দুবলার চর এলাকায় বুধবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঁকড়া ধরার ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। পরে এসব ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবলার আলোরকোল এলাকার মেহের আলী সাইট খাল সংলগ্ন বনভূমিতে কাঁকড়া শিকারিদের গোপনে ফেলে রাখা ১৭৬টি ফাঁদ (স্থানীয়ভাবে যাকে ‘চারো’ বলা হয়) খুঁজে পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলেপল্লীর দায়িত্বপ্রাপ্ত টহল ফাঁড়ির কর্মকর্তা সুব্রত কুমার দাস।
জব্দ করা ফাঁদগুলো টহল ফাঁড়িতে এনে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব অভিযানের বিষয়টি’ নিশ্চিত করেছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?