
ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে পর পর দুই দিন নতুন রেকর্ড
মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি
পদ্মা সেতু চালুর পর থেকে ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রায় পর পর দুই দিন নতুন রেকর্ড গড়েছে। গত ৫ জুন ও ৬ জুন পরপর দুই দিন ছিল সেতুর টোল আদায়ে যথাক্রমে সর্বোচ্চ প্রথম ও পঞ্চম রেকর্ড। ঈদের আগ মুহূর্তে ৫ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপারের গাড়ির সংখ্যা হয়েছে ৫২ হাজার ৪৮৭টি। যা পদ্মা সেতুর ইতিহাসে সর্বোচ্চ যানবাহন পারাপার। এতে ওইদিন টোল রাজস্বে আয় হয়েছে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। যা পদ্মা সেতুর টোল আায়ে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এর পরনিই ৬ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপারের গাড়ির সংখ্যা হয়েছে ৪০ হাজার ১১৮টি। এ দিন টোল রাজস্বে আয় হয়েছে চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার তিন শ’ টাকা। যা পদ্মা সেতুর ইতিহাসে টোল আদায়ে সর্বোচ্চ পঞ্চম রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?